The news is by your side.

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছেন কারিনা কাপুর

0 149

 

বয়স ৪২ । এর মধ্যে ২৩ বছর ধরে জুড়ে রয়েছেন সিনেমার সঙ্গে। জনপ্রিয়তা থেকে স্বীকৃতি সবই পেয়েছেন। বলিউডের সবচেয়ে সফল কয়েকটি সিনেমার নায়িকা তিনি। ফলে তারকাখ্যাতিতে অন্য অনেকের চেয়ে তার নামটা এগিয়েই থাকে। এছাড়া নিজ পরিবারের ঐতিহ্য ও স্বামীর পরিবারের রাজকীয় ইতিহাস তো রয়েছেই।

বলা হচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খানের কথা। স্লিম ফিগারে, গ্ল্যামারাস চরিত্রে যেমন তাকে দেখা গেছে, আবার অভিনয়নির্ভর চরিত্রেও নিজের দক্ষতা দেখিয়েছেন তিনি। তাই তারকা হিসেবে খ্যাতি পেলেও দিনশেষে অভিনয়কেই গুরুত্ব দেন এ অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে কারিনা জানান, তুমুল জনপ্রিয়তার চেয়ে একজন ভালো অভিনয়শিল্পী হওয়া জরুরি। তার ভাষ্য, ‘আমি নিজেকে তারকা মনে করি না। আমি বিশ্বাস করি, প্রত্যেকেই বিশেষ। এবং আমার মনে হয়, এই সময়ে প্রত্যেকেই ভালো অভিনেতা হতে চান, তারকা নয়। এটাই এখনকার সিনেমার মানদণ্ড।’

নিজের পরিবারের সূত্র টেনে কারিনা কাপুর বলেন, ‘আমার পরিবারে শাম্মী কাপুর, শশী কাপুর ও ঋষি কাপুরের মতো মানুষকে দেখেছি, যাদেরকে হিন্দি সিনেমার অন্যতম দক্ষ অভিনেতা বিবেচনা করা হয়। সুতরাং আমার কাছে সবসময়ই তারকা হওয়ার চেয়ে ভালো অভিনেতা হওয়া গুরুত্বপূর্ণ।’

কারিনা কাপুর জানান, তিনি তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে গড়ে তুলেছেন। রাতারাতি নয়, ধীরে ধীরে পাকা অভিনেত্রী এবং ব্যক্তি জীবনে স্থিতিশীল হয়ে উঠেছেন। তাই অন্যদেরও নিজ ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবার পরামর্শ দিয়েছেন তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.