The news is by your side.

৩৩ বছর আত্মগোপনে ছিলেন শাহাবুদ্দিন

0 99

চট্টগ্রামের আনোয়ারায় সহপাঠী সবুরকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহাবুদ্দিনকে দীর্ঘ ৩৩ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। শাহাবুদ্দিন আনোয়ারার শৈলকাঠির নুরুল ইসলামের ছেলে।

আজ বৃহস্পতিবার বিষয়টি  নিশ্চিত করেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, ‘শাহাবুদ্দিনকে আমরা নগরীর বায়েজিদ থানার বিআরটিসি মোড় থেকে গ্রেপ্তার করেছি। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯৯০ সালের ২১ মার্চ আনোয়ারার শৈলকাঠির একটি মাদরাসায় ঝগড়ার এক পর্যায়ে শাহাবুদ্দিন তার সহপাঠী সবুরকে পেরেকযুক্ত কাঠের লাঠি দিয়ে আঘাত করেন। স্থানীয়রা সবুরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সবুরের বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত শাহাবুদ্দিন আত্মগোপনে যান। দীর্ঘদিন পলাতক থাকায় আসামির অনুপস্থিতিতে আদালত ২০০৭ সালের ২৬ জুলাই শাহাবুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

Leave A Reply

Your email address will not be published.