The news is by your side.

সুন্দরবনগামী জাহাজে পরীমনি!

0 159

দাম্পত্য জীবনে ঝড়ের মধ্যে সিয়াম আহমেদকে নিয়ে সুন্দরবনগামী এক জাহাজে দেখা মিলল পরীমনির।

মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র একটি গান মঙ্গলবার প্রকাশ করা হয়েছে বঙ্গ বিডির ইউটিউব চ্যানেল এবং অ্যাডভেঞ্চার অব সুন্দরবনের ফেইসবুক পাতায়, সেখানেই অভিনয়শিল্পী হিসেবে দেখ যায় তাদের দুজনকে।

গানের ভিডিওতে সুন্দরবনগামী একটি জাহাজের ডেকে বসে গান গাইতে দেখা যায় একদল বাউলকে। সে জাহাজে স্কুল শিক্ষার্থীদের নিয়ে পিকনিকে যাচ্ছিলেন সিয়াম আহমেদ ও পরীমনি। কচি খন্দকারসহ বেশ কয়েকজনকে দেখা গেছে গানের দৃশ্যে।

Leave A Reply

Your email address will not be published.