The news is by your side.

সিসিটিভি ফুটেজ দেখে ডাকসুর হামলাকারীদের ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0 715

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডকাসু) হামলার সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত অন্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ডাকসুতে হামলার ঘটনায় যারা প্রকৃত অন্যায় কাজটি করেছে, তাদের ধরা হবে। চেষ্টা অব্যাহত আছে। ভিডিও ফুটেজ আসুক খতিয়ে দেখা হবে। আপনারা জানতে পারবেন।

বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা বালক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গত রোববার ভিপি নুরুল হক নূর ও তার সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা হামলা চালায়। এতে প্রায় ৩০ জনের মতো আহত হয়। দুজনকে ছাদ থেকে ফেলে দেয়া হয়। ভিপি নূরসহ কয়েকজন গুরুতর আহত হয়।

এরপর মঙ্গলবার হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিৎ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ ৩৭ জনকে আসামি করে মামলা করেন ভিপি নুর। অজ্ঞাত আসামি করা হয় আরও ৪০-৫০ জনকে। নুরের পক্ষে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

এদিকে হত্যা চেষ্টার মামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের তিন নেতা আল মামুন, ইয়াসির আরাফাত তূর্য ও মেহেদী হাসান শান্তকে গ্রেফতার করে তিন দিনের রিমাণ্ড দিয়েছেন আদালত।

Leave A Reply

Your email address will not be published.