আবার খবরের শিরোনামে ঋতাভরী চক্রবর্তী। বর্ষশেষের পর তিনি একটি ছবি শেয়ার করেছিলেন যাতে তাঁকে দেখা গিয়েছিল বাথরুমে গানের ভঙ্গিমায়। কিন্তু এবার বর্ষশেষ হওয়ার আগেই সিডাক্টিভ লুকে ভাইরাল হলেন ঋতাভরী।
ঋতাভরী নিজের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে কালো রঙের নেটের পোশাক। নেটের পোশাকে রয়েছে ফুলের কারুকার্য। এই পোশাকের সাথে ঋতাভরী কোনো গয়না পরেননি।
ঠোঁটে রয়েছে রাস্ট রঙের লিপস্টিক ও চুল খোলা। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে ঋতাভরী লিখেছেন, মিউজিক বন্ধ না করতে। কখনও বা লিখেছেন, তিনি অন্যের ক্যাপশন চুরি করে নেবেন। কখনও তাঁর মনে হয়েছে, তিনি নিজের প্রতি অবসেসড।
ঋতাভরীর ছবিগুলি নেটিজেনদের পছন্দ হয়েছে। ঋতাভরীর প্রেমিক তথাগত চ্যাটার্জীতাঁর ছবিগুলির প্রশংসা করে বলেছেন, ঋতাভরীর মতো সুন্দরী আর কেউ নেই।
আট মাস আগে ঋতাভরীর অস্ত্রোপচার সফল হলেও তিনি ডিপ্রেশনের শিকার হয়েছিলেন। অস্ত্রোপচারের ফলে তাঁর ডায়েট ও ওয়ার্কআউট বন্ধ হয়ে যায়। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন তথাগত। তিনিই ছিলেন ঋতাভরীর সাপোর্ট সিস্টেম।
পুজোর সময় ঋতাভরী অভিনীত ফিল্ম ‘এফআইআর’ মুক্তি পেলেও তা দর্শকের মনে দাগ কাটতে পারেনি। অনুরাগ কাশ্যপ-এর প্রযোজনায় একটি হিন্দি ফিল্মে অভিনয় করছেন ঋতাভরী।
‘মায়া মৃগয়া’ নামে আরও একটি ফিল্মের শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি। এছাড়াও অংশুমান প্রত্যুষ-এর পরিচালনায় একটি রোম্যান্টিক ফিল্মে অভিনয় করছেন ঋতাভরী।
অমিতাভ বচ্চন-এর সঙ্গে একটি কমার্শিয়ালে কাজ করেছেন তিনি। আবীর চট্টোপাধ্যায়-এর সঙ্গেও একটি বিজ্ঞাপন করেছেন ঋতাভরী।