ব্রাজিল থেকে ১২ হাজার ৫০০ টন চিনি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সভা পরবর্তী ব্রিফিংয়ে আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে মন্ত্রিসভা বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, জেএমআই এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের সহযোগীতায় চিনি আমদানি করবে বাণিজ্য মন্ত্রণালয় অধীনস্ত সংস্থা টিসিবি।
আমদানির ক্রয় সম্পর্কিত তথ্যে জানান, প্রতি টন চিনির দাম ৫২৪ ডলার। মোট দাম পড়বে ৬৫ লাখ ৫২ হাজার ৬২৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৩৩৭ টাকা।
ব্রিফিংয়ে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২২ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর) বাংলা ও ইংরেজি ভার্সনের বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
১০টি লটে ৭৫ লাখ ৯৩ হাজার ৯১৮ কপি বইয়ের জন্য খরচ হবে ২৫ কোটি ৮৯ লাখ ৩৮ হাজার ৮৪০ টাকা।
সচিব সাঈদ মাহবুব আরো জানান, আজ মোট ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।