The news is by your side.

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নান গ্রেপ্তার

0 47

 

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তাঁর সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

সাবেক এই মন্ত্রীকে গত ৪ আগস্ট সুনামগঞ্জ শহরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান।

তিনি বলেন, এম এ মান্নানকে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে চাওয়া হবে।

৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ আহত দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখসহ ২০০ জনের নামে মামলা করেন। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট প্রধান এবং এমএ মান্নানের নাম দুই নম্বরে আছে।

 

Leave A Reply

Your email address will not be published.