The news is by your side.

শুটিংয়ে ফিরলেন নিপুণ

0 221

 

 

শুটিংয়ে ফিরেছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নিপুণ। ‘ভাগ্য’নামে নতুন একটি ছবির শুটিং করছেন ।

নিপুণ জানিয়েছেন, রাজধানীর আফতাবনগরে চলছে সিনেমাটির শুটিং । ৩০ মে পর্যন্ত চলবে টানা কাজ।

সিনেমাটিতে ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন নিপুণ।  যেখানে  চাচা তাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। কখনো প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনো আবার চোরাচালানিদের সাহায্য করা। পরে চাচার থেকে পালানোর সিদ্ধান্ত নেন অভিনেত্রী। গল্প মোড় নেয় অন্যদিকে।

নিপুণ বলেন, ‘ছবিটির গল্প ভালো। সামাজিক গল্প। আশা করি দর্শকরা এটি গ্রহণ করবেন।’

‘ভাগ্য’ সিনেমায় নিপুণের নায়ক হিসাবে অভিনয় করছেন চিত্রনায়ক মুন্না। ২০১৮ সালে নিপুণের সঙ্গে ‘ধূসর কুয়াশা’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি পরিচালনা করছেন মাহবুবুর রহমান। প্রযোজনা করছে নতুন প্রতিষ্ঠান ‘হালিমা কথাচিত্র’।

 

Leave A Reply

Your email address will not be published.