The news is by your side.

রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই হেরেছে মরক্কো, ফিফার কাছে মরক্কোর অভিযোগ

0 132

 

মরুর বুকে প্রথম বিশ্বকাপে রেফারিং নিয়ে একের পর এক বিতর্ক চলছেই। বিতর্ক সীমা ছাড়িয়ে যায় আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে। এমনকি বেশ কিছু রেফারির যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। বাজে রেফারিংয়ের কারণে ভুগেছে অনেক দল। এবার সেই কাতারে যোগ হলো মরক্কো।

ফ্রান্সের সঙ্গে সেমিফাইনালে ২-০ গোলে হেরে গেছে আফ্রিকান দলটি। সেমিফাইনালে রেফারি ছিলেন মেক্সিকোর সিজার রামোস। সেমিফাইনালে হারের পর মেক্সিকোর রেফারির বিরুদ্ধে ফিফায় লিখিত অভিযোগ জানিয়েছে মরক্কো ফুটবল ফেডারেশন (এফএমআরএফ)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

মরক্কোর দাবি, দুটি নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি। সেমিফাইনালের ম্যাচে রেফারি সিজার আর্তুয়ো রামোস বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন। যেগুলো মরক্কো দলের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। আর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও এসব সিদ্ধান্তে সাড়া দেননি, যা মরক্কো দলকে অবাক করেছে।

মরক্কোর অভিযোগ, ম্যাচের প্রথমার্ধে ফ্রান্সের থিও হার্নান্দেজ বক্সের মধ্যে মরক্কোর সোফানি বাউফালকে ফাউল করেন। কিন্তু রেফারি উল্টো বাউফলকেই হলুদ কার্ড দেখিয়েছে। এ ছাড়া ম্যাচের দ্বিতীয়ার্ধে মরক্কোর সেলিম আমাল্লাকে ফাউল করেন ফ্রান্সের ফুটবলার। কিন্তু দুটো সিদ্ধান্তই ফ্রান্সের পক্ষে গেছে।

এদিকে ফাইনাল নিশ্চিত করতে না পারায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে মরক্কো। শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

Leave A Reply

Your email address will not be published.