The news is by your side.

রুশ বাহিনীর সমালোচনায় চেচেন নেতা রমজান কাদিরভ

0 150

 

ইউক্রেনে রুশ বাহিনীর পারফরম্যান্সের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরভ। উত্তর-পূর্ব ইউক্রেনে নিজেদের প্রধান ঘাঁটি থেকে রুশ বাহিনীর পিছু হটার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর প্রধান ঘাঁটি ছিল খারকিভ প্রদেশের ইজিউম শহরে। ইউক্রেনীয় বাহিনীর অভিযানের মুখে গত ১০ সেপ্টেম্বর গোলাবারুদের মজুদ এবং বিভিন্ন সরঞ্জাম ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায় কয়েক হাজার রুশ সেনা। এই ঘটনায় রুশ বাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রমজান কাদিরভ।

১০ সেপ্টেম্বর মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে রমজান কাদিরভ বলেন, ‘আজ বা কাল যদি বিশেষ সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে পরিবর্তন করা না হয়, তাহলে আমি দেশের নেতৃত্বের কাছে যেতে বাধ্য হবো, যাতে তাদের কাছে পরিস্থিতি ব্যাখ্যা করা যায়।’

তিনি বলেন, ‘আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো কৌশলবিদ নই। কিন্তু এটা পরিষ্কার যে, ভুলগুলো হয়েছে। আমি মনে করি তারা কয়েকটি উপসংহার টানবে।’

এই রাজনীতিক বলেন, ‘সেখানে আমাদের লোকজন রয়েছে। যোদ্ধারা এই ধরনের পরিস্থিতির জন্য বিশেষভাবে প্রস্তুত। আরও ১০ হাজার যোদ্ধা তাদের সঙ্গে যোগ দিতে প্রস্তুত। ’

পূর্ব ইউক্রেনে পরাজয়ের বিষয়ে মস্কোর প্রায় সম্পূর্ণ নীরবতা, ঘাঁটিতে গোলাবারুদ রেখে রুশ বাহিনীর পালিয়ে যাওয়ার মতো ঘটনার কোনও সরকারি ব্যাখ্যা না দেওয়া রুশ জাতীয়তাবাদীদের ক্ষুব্ধ করে তুলেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, খারকিভ প্রদেশের ইজিউম শহর থেকে রুশ সেনাদের পিছু হটা মার্চে কিয়েভ থেকে সেনা প্রত্যাহারের পর এই যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় পরাজয়।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাসের ডনেস্ক ও লুহানস্কে আক্রমণে ইজিউমকে নিজেদের রশদ ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল রাশিয়া।

Leave A Reply

Your email address will not be published.