কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করছেন বলে জানিয়েছেন তার ভাই মোকলেসুর রহমান। মিডিয়ায় মুস্তাফিজের বিয়ের খবর প্রকাশ হওয়ার পর তিনি একথা জানান।
মুস্তাফিজের পারিবারিক সূত্রে জানা গেছে, কনের নাম সুমাইয়া ইয়াসমিন (শিমু)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি মুস্তাফিজের বাড়ির পার্শ্ববর্তী দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামে। আগামীকাল শুক্রবার আকদ হবে। তবে বিয়ের অনুষ্ঠান হবে বিশ্বকাপের পর।
মেজো মামার মেয়েকে মুস্তাফিজ বিয়ে করছেন জানিয়ে মোখলেসুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘মা যেখানে চাচ্ছেন সেখানেই বিয়ে করছে মুস্তাফিজ। এতে মুস্তাফিজের কোনোই আপত্তি নেই। মায়ের ইচ্ছা ও পরিবারের সকলের সম্মতিতে বিয়ে করতে রাজী হয়েছে সে।’