ভোলা জেলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টবগী-১ কূপের খননকাজ সম্পন্ন হয়েছে। কূপে মজুত আছে প্রায় ২৩৯ বিলিয়ন ঘনফুট গ্যাস (বিসিএফ)। যার আনুমানিক মূল্য ৮ হাজার ৫৯ কোটি টাকার বেশি। আর এলএনজি আমদানি মূল্য বিবেচনায় তা আরও বহুগুণ।
এই কূপ থেকে ৩২/৬৪ ইঞ্চি সাইজের চোক ব্যবহার করে দৈনিক গড়ে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। সে হিসেবে ৩০-৩১ বছর গ্যাস উৎপাদন সম্ভবপর হবে।