The news is by your side.

ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মীর

0 127

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর সম্প্রতি বেশ কয়েকটি দেশে ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ জম্মু-কাশ্মীরে ৩ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টায় রাজ্যের কাটরায় ভূমিকম্পটি আঘাত হানে। তবে, এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল জম্মু-কাশ্মীরের কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে। এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

এর আগে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভারতের মেঘালয়ে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে বাংলাদেশের সিলেটেও অনুভূত হয়েছিল।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এরপর সম্প্রতি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, সিকিম ও রোমানিয়ায় ভূমিকম্পের খবার পাওয়া গেছে।

Leave A Reply

Your email address will not be published.