The news is by your side.

ভিশন নিউজ ২৪.কম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপিত

0 1,060

নিজস্ব প্রতিবেদক

ভিশন নিউজ ২৪.কম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকি আজ। প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আজিজ সুপার মার্কেটে অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব কার্য্যালয়ে দিনব্যাপি কর্মসুচি গ্রহন করা হয়।

সকালে কেক কেটে ও বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। উপস্থিত ছিলেন কবি অসীম সাহা, ভিশন নিউজ ২৪.কম এর প্রধান সম্পাদক সুজন হালদার, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নাঈম নোমান, কার্যনির্বাহি সদস্য আব্দুল মতিন ভুইয়া, লিয়াকত আলি খান ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এম এ হামিদ খান।

ভিশন নিউজ ২৪.কম এর বার্তা সম্পাদক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতি লাল রায়, দোকান মালিক ও ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নাজমুল আহসান নাজু, শাহবাগ থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেনসহ শাহবাগ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় শাহে আলম মুরাদ জাতির পিতার স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে গণমাধ্যমের ভুমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ভিশন নিউজ ২৪.কম এর প্রধান সম্পাদক অনলাইন গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে শাহে আলম মুরাদকে শুদ্ধাচারী রাজনীতিবিদ হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.