The news is by your side.

ভারত থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে মার্চে

0 118

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভারতের  ঝাডখণ্ডে নির্মাণাধীন আদানীর বিদ্যুৎকেন্দ্র থেকে মার্চ হতে বিদ্যুৎ বাংলাদেশে আসবে। ভারত হতে বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার জন্য ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। মার্চের মাঝামঝি সময় হতে বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে।

মঙ্গলবার ভারতের ঝাডখণ্ডে নির্মাণাধীন আদানী পাওয়ার লিমিটেডের  ১৬০০ মেগাওয়াট দুটি ইউনিটের বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, প্রথম ইউনিট হতে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ মার্চের মাঝামাঝি পাওয়া যেতে পারে। আগামী গ্রীষ্মের চাহিদা পূরণে আরো বিদ্যুৎ প্রয়োজন। জ্বালানির বিকল্প উৎসও আমরা খুঁজছি। সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি।

পরিদর্শনকালে অন্যন্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

আদানী বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আনতে ইতোমধ্যে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ ও বগুড়ায় দুইটি সাবস্টেশন ও অন্যান্য সঞ্চালন কাজ পিজিসিবি নির্মাণ করেছে।

Leave A Reply

Your email address will not be published.