The news is by your side.

ভারতে ১৯০ আরোহী নিয়ে বিমান দুই টুকরা, নিহত ২০

0 507

 

 

ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড বিমানবন্দরে অবতরণ করার সময়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত বিমানটির দুই পাইলটসহ ২০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদসংস্থা এএনআই জানায়, বিমানটি ভেঙে গেছে, তবে আগুন লাগে নি।

খবরে বলা হয়েছে, দুবাই থেকে আসা বিমানটিতে ১৭৪ জন যাত্রী, ১০ জন শিশু, ২ পাইলট এবং ৪ জন কেবিন ক্রু ছিলেন।

ইতোমধ্যে আহত ১১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হচ্ছে।

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তুমুল বৃষ্টির মধ্যে কেরালার কারিপুর বিমানবন্দরে অবতরেণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায়। এবং পাশের একটি উপত্যকায় পড়ে যায়। এতে বিমানটি এসময় ভেঙে দু টুকরা হয়।

 

 

Leave A Reply

Your email address will not be published.