The news is by your side.

ভারতে সর্বোচ্চ ২০ হাজার শনাক্ত

0 610

 

 

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে প্রায় ২০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যুবরণ করেছেন ৪১০ জন কোভিড রোগী।

আক্রান্ত রোগীর সংখ্যার হিসাবে এটিই সর্বোচ্চ।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৮৫৯। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯৫ জনের।

তবে সংক্রমণ বাড়লেও সুস্থ হয়ে ওঠার হারও বৃদ্ধি পেয়েছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৩২ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৭১৩ জন।

বিশ্বে সংক্রমণের তালিকায় ভারত ইতিমধ্যেই চার নম্বরে উঠে এসেছে। মৃত্যুর নিরিখে বিশ্বে অষ্টম স্থানে।

সংক্রমণের দিক থেকে দেশের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ১৩৩ জন। তারপরই রয়েছে দিল্লি। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

এছাড়া তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৩৩৫ জন, গুজরাটে ৩০ হাজার ৭০৯ জন, উত্তরপ্রদেশে ২১ হাজার ৫৪৯ জন।

মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৭ হাজার ২৭৩ জনের। গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী দিল্লিতে মৃত্যু ধারাবাহিকভাবে বেড়েছে। করোনার প্রভাবে সেখানে মোট ২ হাজার ৫৫৮ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয় স্থানে থাকা গুজরাটে মারা গেছেন এক হাজার ৭৮৯ জন। চলতি মাসে তামিলনাড়ুতেও ধারাবাহিকভাবে বেড়েছে প্রাণহানি। সেখানে এখনও পর্যন্ত ১ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া উত্তরপ্রদেশে ৬৪৯, পশ্চিমবঙ্গ ৬২৯, মধ্যপ্রদেশ ৫৫০, রাজস্থানে ৩৯১, তেলঙ্গানায় ২৪৩, হরিয়ানায় ২১৮, কর্নাটকে ১৯১, অন্ধ্রপ্রদেশে ১৫৭ এবং পাঞ্জাবে ১২৮ জনের মৃত্যু হয়েছে।

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.