The news is by your side.

বোল্ড লুকে আবারও সোশাল মিডিয়ায় ঝড় তুললেন জয়া

0 129

জয়া আহসান। সৌন্দর্য যার কাছে কবিতার মতো । বয়সকে ছাপিয়ে তিনি দিন দিন নিজেকে আকর্ষণীয় করে তুলছেন।

অভিনয় গুণ তো তার রয়েইছে, সৌন্দর্যেও তিনি বশ করে চলেছেন দুই বাংলার দর্শকদের।

জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয়। নিয়মিতই তিনি ফেসবুক, ইনস্ট্রাগ্রামে পোস্ট করেন নানা ছবি ও স্ট্যাটাস। বিভিন্ন সতর্কতামূলক কাজেও তিনি অংশ নেন সোশাল মিডিয়াতে। তবে বেশিরভাগ সময় ছবি পোস্ট করেই আলোচিত হন তিনি।

জয়াকে বেশিরভাগ শাড়িতেই দেখা যায়। ওয়েস্টার্ন পোশাকের জয়াও দৃষ্টিনন্দন।

বৃহস্পতিবার জয়া আহসান নতুন একটি ফটোশুটের চারটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে কমলা রঙের শীতের হাল ফ্যাশনে জয়া আহসান অনেকটাই বোল্ড লুকে ধরা দিয়েছেন। ছবিগুলো দেখে তো চমকে গেছেন তার অনুরাগীরা। তাই তো ছবির নীচে কমেন্ট বক্সে  হুমড়ি খেয়ে পড়েছেন মন্তব্য করতে।

কেউ প্রশ্ন করছেন ‘কিভাবে তারুণ্য ধরে রাখেন, আপনার এই ছবি তো আমার চোখ কপালে তুলে দিল। ’

কেউ আবার লিখছেন,আপনার এই সৌন্দর্যের তুলনা হয় না। দেখলেই মনে হয় আপনি তরুণ।  আরেকজন লিখেছেন, দিন দিন বয়স কমছে আপনার।

 

 

Leave A Reply

Your email address will not be published.