বিয়ের পর অন্য কারও সঙ্গে শারীরিক সম্পর্ক রাখব কি না, তা আমার ব্যক্তিগত ব্যাপার: দীপিকা
‘পাঠান’ ছবির ভিডিয়ো মুক্তি: পোশাক বিতর্কে দীপিকা
শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে বহু বছর পর বড় পর্দায় একসঙ্গে পেতে চলেছে দর্শক। ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে ‘পাঠান’ ছবি। ছবির ঝলক মুক্তি পাওয়ার পর দর্শকের মধ্যে যে উন্মাদনার সৃষ্টি হয়েছিল তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই ছবির মুক্তি পাওয়া প্রথম গানের ভিডিয়ো ‘বেশরম রং’। ভিডিয়ো মুক্তির পর আবার বিতর্কে জড়িয়েছেন দীপিকা।
দীপিকা কখনও বিকিনি স্যুট পরে, কখনও বা মনোকিনি পোশাকে। অভিনেত্রীকে এই প্রথম লাস্যময়ী ভঙ্গিতে নাচতে দেখা গিয়েছে। হিন্দি গানটি শুনে অনেকেই মন্তব্য করেছেন, স্প্যানিশ গানের ধাঁচে বানানো হয়েছে এটি। আবার গানের প্রথম দিকের লাইনগুলিও পুরনো একটি হিন্দি গান থেকে হুবহু নকল করা।
দর্শকের নজর পড়েছে দীপিকার উপর। দর্শকের একাংশের বক্তব্য, দীপিকার মতো এত বড় মাপের অভিনেত্রীকে ছবিতে নেওয়ার পরেও যদি তাঁকে এমন পোশাক পরে নাচতে হয়, তা হলে বলিউডের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। কেউ কেউ মন্তব্য করেছেন, দীপিকাকে এ ভাবে একদম মানায় না। এই নাচ কোনও পর্ন ছবির নায়িকাও করতে পারতেন বলে জানান তাঁরা।
ছবির প্রথম গানের ভিডিয়ো মুক্তি পেতেই বিতর্কে জড়িয়ে পড়েছেন দীপিকা। তবে এই প্রথম নয়, এর আগেও বহু বার বিতর্কের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন অভিনেত্রী।
নিজের ব্যবহৃত পোশাক নিলামে বিক্রি করেছিলেন দীপিকা। পরে জানা যায়, এই পোশাকগুলি তিনি অভিনেত্রী জিয়া খানের শেষকৃত্যে এবং প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের বাবার শেষ কাজে পরেছিলেন।
দীপিকা দীর্ঘ সময় ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। মাঝেমধ্যেই তাঁকে এই বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছে। ২০১৫ সাল নাগাদ ‘মাই চয়েস’ নামের একটি শর্ট ফিল্ম মুক্তি পায়। এই ছবিতে দীপিকাকে মহিলাদের পক্ষে মন্তব্য করতে দেখা যায়। ছবির একটি দৃশ্যে অভিনেত্রী বলেন, ‘‘আমি বিয়ের পর অন্য কারও সঙ্গে শারীরিক সম্পর্ক রাখব কি না, তা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার।’’
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সময়ও বিতর্কে জড়িয়েছিলেন দীপিকা। সুশান্তের মৃত্যুর পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে যখন তদন্ত শুরু হয়, তখন মাদককাণ্ডে নাম জড়িয়ে যায় দীপিকার।
তারকাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলে মাদক নিয়ে আলোচনা করতেন। দীপিকা ওই গ্রুপের প্রধান সদস্য ছিলেন। কিন্তু সব বিতর্ক পার করেও দীপিকা দর্শকের মন থেকে মুছে যাননি। আলোর রোশনাই থেকেও দূরে যাননি তিনি।
সম্প্রতি ফুটবল বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে দীপিকাকে। ১৮ নভেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে হাজির হয়ে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন তিনি।