The news is by your side.

বিষ প্রয়োগে কুকুর হত্যা, ক্ষোভ প্রকাশ করেছেন জয়া আহসান

0 25

 

বিষ প্রয়োগে কুকুর হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জয়া আহসান। ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের অনেকেই।

সম্প্রতি রাজধানীর মোহাম্মাদপুরের অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ তোলে বাসিন্দারা।

অভিযোগ আনা হয়, কুকুরগুলো সাধারণ মানুষজনকে কামড়েছে! এরপর বিষপ্রয়োগে হত্যা করা হয় কয়েকটি কুকুর ও বেড়ালকে।

শুক্রবার রাতে এ ঘটনার ছবি, ভিডিও প্রকাশ্যে আসলে অনলাইনে তীব্র নিন্দার ঝড় বইতে শুরু করে। অ্যানিম্যাল ওয়েলফেয়ার গ্রুপে থাকা প্রাণীপ্রেমীদের আহাজারিতে ভরে ওঠে ফেসবুক। তারা প্রাণিসম্পদ অধিদপ্তরের হস্তক্ষেপের আহ্বান জানিয়ে নানা কথা লিখে যাচ্ছেন।

এক ফেসবুক পোস্টে জয়া আহসান লিখেছেন, ‘ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ- ছয় কুকুর ও এক বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি, স্থানীয় প্রাণিপ্রেমীসহ বিভিন্ন প্রাণীকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা।’

সালমান মুক্তাদিরও রীতিমতো ক্ষুদ্ধ এমন কর্মকাণ্ডে। প্রতিবাদের ভাষায় তিনি লিখেছেন, ‘আমাদের সঙ্গে এসব কি ঘটছে! আমাদের আত্মা বলতে কিছু নেই, অনুভূতি নেই। মানুষ নিজেই জানোয়ার। পশু-পাখিদের জানোয়ার ডাকার কোনো পয়েন্ট নাই এখন আর।

আমরা জানোয়ার হয়ে গেছি। প্রাণি হওয়ার জন্য প্রাণের প্রতি মায়া থাকতেই হবে। আল্লাহর গজব পড়ুক তোদের ওপর। তোরাও যখন মরবি, প্রতিটা নিশ্বাসে যেন তোদের এটা মনে করিয়ে দেয়। আমি আশা করি, তোরাও এভাবে ভুগবি।’

এ ঘটনায় নিন্দার পাশাপাশি থানায় জিডি করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। শনিবার (২৩ নভেম্বর) মোহাম্দপুরের আদাবর থানায় জিডি করেছেন তিনি।

খাবারের সঙ্গে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে বেওয়ারিশ কুকুরগুলোকে। আর এই অমানবিক কাজটি করেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরাও। এ ঘটনায় বিচারের দাবির পাশাপাশি প্রাণীকল্যাণ আইনের প্রয়োগ ঘটানোর আহ্বানও জানাচ্ছেন অনেকে।

 

Leave A Reply

Your email address will not be published.