The news is by your side.

বিকিনি- টপে পুনমের হটনেস ওভারলোডেড

0 160

 

মডেল-অভিনেত্রী পুনম পান্ডে বরাবরই বোল্ড অবতারের জন্য জনপ্রিয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর নতুন কয়েকটি ছবি। হলুদ বিকিনি টপের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বক্ষবিভাজিকা। ছবিগুলি ভক্তমনে উষ্ণতা বাড়িয়েছে।

ছবি শেয়ার করে পুনম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘হটনেস ওভারলোডেড’।ছবিগুলি নিমেষে ভাইরাল হয়েছে।কমলা ক্রপ টপ পরে মোহময়ী রূপে পুনম।বোল্ড অবতারে বিকিনিতে পুনম।স্টাইলিশ বিকিনিতে টোনড শরীর প্রদর্শন।ফের একবার বিকিনির সাজে।

২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপে ভারত জিতলে নগ্ন হবেন বলেছিলেন পুনম। সেই থেকেই জনপ্রিয়তা।হট ছবিতে ধরা পুনমের শরীরী আবেদন।

২০১৩ সালে নেশা নামের একটি ছবিতে অভিষেক করেছিলেন অভিনয় জগতে।

Leave A Reply

Your email address will not be published.