The news is by your side.

বলিউডে যৌনদৃশ্যের প্রস্তাব মুখের উপর না কোয়েলের

গ্যাংস্টার’ ছবির প্রস্তাব পান কোয়েল,  যে ছবিতে চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্য ছিল

0 141

কোয়েল মল্লিক । ১১টির ও বেশি হিট ছবি উপহার দিয়েছেন। জিতের বিপরীতে ‘নাটের গুরু’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন।

শুধু টলিউড নয় বলিউড থেকেও পেয়েছিলেন কাজের অফার। তবে বলিউডের কোটি টাকার অফার তিনি ফিরিয়ে দিয়েছিলেন।

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গ্যাংস্টার’ছবির কথা নিশ্চই মনে আছে। ছবিটি বক্সঅফিসে বেশ চলেছিল। ছবিতে ইমরান হাশমি, সাইনি আহুজা এবং কঙ্গনা রানাওয়াত অভিনয় করেছিলেন।

এই ছবির জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিল বাংলার মেয়ে কোয়েল মল্লিক। যদি কোয়েল মল্লিক ছবিটি করতেন, তবে কঙ্গনার জায়গায় তাঁকে দেখা যেত। কিন্তু তিনি ছবিটি করতে অস্বীকার করে দেন। এর পরেই ছবিটির অফার পান কঙ্গনা। ছবিটি করতেন তবে দীপিকা ও কঙ্গনার মতো অভিনেত্রীকে পিছনে ফেলে কোয়েল মল্লিক বলিউডে জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠতেন।

কোয়েল মল্লিক কেন ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন তা জানলে, আপনার তার প্রতি শ্রদ্ধাবোধ আরও বেড়ে যাবে। তিনি ‘গ্যাংস্টার’ ছবির প্রস্তাব পান, যে ছবিতে চুম্বনের ও ঘনিষ্ঠ দৃশ্য ছিল। যে দৃশ্যটি তাঁকে করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে অভিনেত্রী এটি শুনে তৎক্ষণাৎ প্রস্তাব ফিরিয়ে দেন। কেননা আজ পর্যন্ত তিনি কোনো ছবিতেই ঘনিষ্ঠ দৃশ্য করেননি এবং করতেও চান না। তিনি পর্দাতে শালীনতার সীমা ছাড়িয়ে যেতে চান না। তাই কোটি টাকার অফার পেয়েও তিনি নাকোচ করে দেন।

তাঁর জায়গায় অভিনয় করেন কঙ্গনা। যিনি বর্তমান সময়ে বলিউডের একজন জনিপ্রিয় অভিনেত্রী। ‘গ্যাংস্টার’ ছবিতে অভিনয় করেই কঙ্গনা রানাওয়াত ফিল্মফেয়ারে সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। অন্যদিকে অভিনেত্রী কোয়েল মল্লিক একের পর সুপারহিট বাংলা ছবিতে নিঃশব্দে অভিনয় করে গিয়েছেন। মিডিয়াতে মাঝে মধ্যেই অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক তৈরি হতে দেখা যায়। আজ পর্যন্ত কোয়েল মল্লিকের ব্যাক্তিগত জীবন নিয়ে কেও আঙ্গুল তোলেনি।

Leave A Reply

Your email address will not be published.