The news is by your side.

ফের ‘প্লে অ্যাক্টিং’ করে লাল কার্ড দেখলেন নেইমার

0 164

 

বিশ্বকাপের বিরতির পর মাঠে ফিরেই লাল কার্ড দেখতে হলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে। পিএসজির হয়ে স্ট্রসবার্গের বিপক্ষে খেলতে গিয়ে প্রতিপক্ষের বক্সের মধ্যে ইচ্ছা করে ডাইভ দিয়ে পড়ে যান তিনি। রেফারি নেইমারের এই অভিনয়ের জন্য তাকে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান। দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় সেটা পরিণত হয় লাল কার্ডে। বাধ্য হয়ে মাঠ ছেড়ে যেতে হয় নেইমারকে।

মাত্র ২ মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখেন তিনি। দ্বিতীয়টাতে যে অভিনয় করতে গিয়েছিলেন, তা স্পষ্ট ধরা পড়েছে রেফারির চোখে। কালবিলম্ব না করে তাই তিনি দ্রুত প্রথমে হলুদ কার্ড এবং পরে লাল কার্ড বের করে দেখান।

বিশ্বরেকর্ড গড়ে পিএসজিতে যাওয়ার পর এটি ছিল নেইমারের পঞ্চম লাল কার্ড দেখার ঘটনা। যার ফলে রবিবার দ্বিতীয় স্থানে থাকা লিলের বিপক্ষেও খেলা হচ্ছে না ব্রাজিলীয় তারকার।

অবশ্য নেইমার ফিরে গেলেও জয় পেতে সমস্যা হয়নি পিএসজির। ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে। ১৪ মিনিটে শুরুর গোলটি করেছিলেন মার্কুইনহোস। ৫১ মিনিটে সেই মার্কুইনহোসের আত্মঘাতী গোলেই সমতায় ফেরে স্ট্রাসবুর্গ। পরে শেষ দিকে যোগ হওয়া সময়ে পেনাল্টি থেকে দলের জয় তুলে নিতে অবদান রাখেন  কিলিয়ান এমবাপ্পে।

 

Leave A Reply

Your email address will not be published.