দু’জনেই মুখে হাসি। স্ত্রী সানিয়া মির্জাকে আদুরে জড়িয়ে ধরে এমন ছবি পোস্ট করেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক।
সোমবার মাঝরাতে শোয়েবের সামাজিক যোগাযেগ মাধ্যমের সবকটি অ্যাকাউন্টে এই ছবি পোস্ট করে সানিয়াকে জানানো হলে শুভেচ্ছা বার্তা।
এমন ছবি দিয়ে শোয়েব যখন জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিচ্ছেন তখন ভারতের টেনিস সুন্দরী ও পাক ক্রিকেটারের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়। গুঞ্জনে ঘি ঢেলেছেন সানিয়া-শোয়েবের ঘনিষ্ঠ বন্ধুরাও।
বন্ধুদের দাবি, বিচ্ছেদ নাকি হয়েই গিয়েছে। বাকি কেবল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে সানিয়ার সুখীজীবন কামনা করলেন এবং জীবনটাকে উপভোগ করার বার্তা দেন।
শোয়েব লিখেছেন, “শুভ জন্মদিন, সানিয়া মির্জা। তোমার সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করি! দিনটি পুরোপুরি উপভোগ করো।”
গতকাল মধ্যরাতে প্রিয় বন্ধু, বলিউডের খ্যাতনামা নির্মাতা-কোরিওগ্রাফার ফারাহ খানের সঙ্গে নিজের ৩৬তম জন্মদিনের কেক কেটেছেন সানিয়া মির্জা। সেই ভিডিও ইনস্টামের ওয়ালে প্রকাশ্যে এনেছেন ফারাহ খান।
ভিডিওতে দেখা যাচ্ছে, কালো পোশাক পরে জন্মদিনের কেক কাটছেন সানিয়া। পাশে বন্ধুরা জন্মদিনের গান গাইছেন
২০১৮ সালে বিয়ে করেন শোয়েব-সানিয়া। তাদের ইজহান নামে এক পুত্রসন্তান রয়েছে। বিচ্ছেদের গুঞ্জনে পত্রিকার পাতা ভরে উঠলেও এ নিয়ে মুখে কুলুপ এঁটে আছেন দুজন।