ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এর জন্মদিন আজ। ১৯৬২ সালের এই দিনে বরিশালের মেহেন্দিগঞ্জে জন্মগ্রহণ করেন গণমানুষের অধিকার আদায়ের এই সংগ্রামী নেতা। রাত বারোটা এক মিনিট থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে দলীয় নেতাকর্মীরা টেলিফোনে শুভেচ্ছা জানান তাদের প্রিয় নেতাকে।
অনেকেই হাজির হোন – ফুল হাতে, মিষ্টি আর কেক নিয়ে। হাসিমুখে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শাহ আলম মুরাদ। কিন্তু জন্মদিনের আনুষ্ঠানিকতা পালনে বিরত থাকেন।কারণ সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন তার প্রিয় নেতা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চিকিৎসাধীন রয়েছেন তার প্রিয়তমা স্ত্রী। যে কারণে সমবেত নেতা কর্মীদের অনুরোধ করেন জন্মদিনের সকল আনুষ্ঠানিকতা পরিহার করতে।প্রিয় নেতা ওবায়দুল কাদেরকে নিজের জন্মদিন উৎসর্গ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।প্রিয় নেতা , আর প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসার কারণেই নিজের জন্মদিনের সব আনুষ্ঠানিকতা পরিহার করলেন তিনি ।এ যেন এক অনন্য নজির।