The news is by your side.

প্রথমদিনেই ১৮০ কোটি ছুঁল প্রভাস-দীপিকার কল্কি ২৮৯৮ এডি

0 176

 

মুক্তির আগেই বক্স অফিসে তুমুল আলোচনায় এসেছিল দক্ষিণী সিনেমা ‘‘কাল্কি’’। এবার সেই আলোচনার প্রমাণ পাওয়া গেছে। চলচ্চিত্র বিশেষজ্ঞদের রিপোর্ট কার্ডে ৪০০ কোটির ব্যবসার কথা আগেই জানা গিয়েছিল।

এবার মুক্তির প্রথম দিনের আয়ের আলোকে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিল প্রভাস-দীপিকার এ দক্ষিণী সিনেমা।

বৃহস্পতিবার শুধু ভারতীয় বক্স অফিসেই ৯৫ কোটি টাকায় আয় করেছে সাইন্স ফিকশন এ সিনেমাটি।

এর মধ্যে শুধু তেলেগু ভার্সনেই ৬৪ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে ‘কল্কি’। হিন্দি ভার্সনে আয় ২৪ কোটি। সব মিলিয়ে মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ১৮০ কোটি টাকা ঘরে তুলেছে ‘কল্কি’। আয়ের পাশাপাশি দর্শকদের থেকেও ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি।

চলচ্চিত্র বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী, প্রথম সপ্তাহে প্রভাস-দীপিকার দক্ষিণী সিনেমার বিজয়রথ অপ্রতিরোধ্যই থাকবে।

একটি সূত্রে জানা গেছে, প্রথম সপ্তাহে বিশ্বের বক্স অফিসে ২০০ কোটি আয় করতে পারে ‘‘কাল্কি’’। এর মধ্যে শুধুমাত্র ভারত থেকেই ১২০-১৪০ কোটির ব্যবসা করতে পারবে। যা কিনা চলতি বছরে শুরুর দিনের আয়ের আলোকে এখন পর্যন্ত কোনো সিনেমা অতিক্রম করেনি।

অগ্রীম বুকিং অনুযায়ী দক্ষিণী বেল্টে, বিশেষ করে তেলুগু সিনেবাজার থেকে সব থেকে বেশি ব্যবসা করার এখন পর্যন্ত খবর জানা গেছে। তবে দিল্লি কিংবা মুম্বাইতে টিকিট বিক্রির গ্রাফ খানিক ধীরগতিতেই।

এদিকে বিদেশে ব্লকবাস্টার ‘আরআরআর’ সিনেমার রের্কডও ভেঙে করে দিয়েছে ‘কাল্কি’ । উত্তর আমেরিকায় প্রিমিয়ার শোতে এসএস রাজামৌলীর সিনেমা ৩ মিলিয়ন ডলারের ব্যবসাকে পাল্লা দিয়ে দিয়ে প্রভাস-দীপিকার ‘কাল্কি’ ৩.৮ মিলিয়ন ডলারের আয় করেছে। সেখানে প্রায় ৮০ হাজার ২০০টি স্ক্রিনে ‘‘কাল্কি’’ প্রদর্শন করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.