The news is by your side.

পুরুষদের সমান প্রমাণ করতেই পুরুষের পোশাক বেছে নিচ্ছে নারীরা: জয়া বচ্চন

0 124

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে একটি পডকাস্ট শুরু করেছেন। ওই অনুষ্ঠানে জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করছেন তিনি। সম্প্রতি ওই অনুষ্ঠানেই এবার নাতনি নভ্যা ও মেয়ে শ্বেতা বচ্চনকে একটি প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। তাদের দুজনের কাছেই জানতে চাইলেন, কেন ভারতীয় নারীরা বেশি ওয়েস্টার্ন পোশাক পরে?

উত্তরে নাতনী নভ্যা কিছু না জানালেও, মুখ খোলেন মেয়ে শ্বেতা। তিনি বলেন, ওয়েস্টার্ন পোশাকে চলাফেরা করতে সুবিধা হয়। বর্তমানে অনেকেই বাড়ির বাইরে কাজ করেন। তাই নারীরা চলাফেরায় শাড়ির চেয়ে প্যান্ট ও টি-শার্টেই অনেক বেশি সুবিধা মনে করে।

তবে জয়া বচ্চন অবশ্য ব্যাপারটিকে ভিন্নভাবে দেখছেন। তিনি বলেন, নারীরা নিজেদেরকে পুরুষদের সমান প্রমাণ করতেই পুরুষের পোশাককে বেছে নিচ্ছেন। তার মতে, আমার মনে হয় ওয়েস্টার্ন পোশাক এ নারীদেরকে ম্যানপাওয়ার দেয়। কিন্তু আমি সব সময় চাই নারীরা নারীশক্তিতেই সর্বস্তরে সমৃদ্ধ হোক। আমি এটা বলছি না যে সবসময় শাড়িই পরা উচিত বা পরতে হবে। তবে বিদেশেও কিন্তু একসময় নারীরা প্যান্ট-শার্ট না পরে বিভিন্ন ধরনের ড্রেস পরতো। শ্বেতা আরও যোগ করে বলেন, শিল্প বিল্পবের সময় সব পুরুষরা যখন যুদ্ধে গিয়েছিল, তখন নারীরা বিভিন্ন কলকারখানায় কাজ শুরু করেন। আর তখনই তারা প্যান্ট পরতে বাধ্য হয়। কারণ, অন্য কোনো পোশাক পরে মেশিনগুলো সরানোর কাজগুলো যাবে না।

উল্লেখ্য, নাতনির ওই অনুষ্ঠানে নিজের জীবনের অনেক গোপন কথা শেয়ার করে যাচ্ছেন জয়া বচ্চন। চলতি বছরে তার হাতে রয়েছে একগুচ্ছ কাজ। সামনেই করণ জোহর পরিচালনায় ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাতে দেখা যাবে তাকে।

Leave A Reply

Your email address will not be published.