The news is by your side.

পাঠান বাংলাদেশে মুক্তি পেলে ভালো হয়: ওবায়দুল কাদের

0 94

হিন্দি চলচ্চিত্র ‘পাঠান’ আমদানির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাঠান বাংলাদেশে মুক্তি পাওয়া উচিত।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সাংবাদিকদের সাথে কথোপকথনে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, ‘পাঠান মুক্তি পেলে ভালো হয়। দেওয়া নেওয়া অবশ্যই ভালো। এতে আমরা আরো সমৃদ্ধ হব।’

নিজেকে একজন চলচ্চিত্র অনুরাগী দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘একসময় বাংলা ছবি দেখতাম। আমি মূলত উত্তম কুমার ও সুচিত্রার ছবি বেশি দেখতাম। বাংলা সিনেমার সবেচেয়ে ভাল অভিনেতা ও অভিনেত্রী তারা দুজন। তাদের কোনো তুলনা হয় না। রহমান-শবনব জুটির ছবিও দেখেছি। সাংঘাতিক হিট ছিল তারা। এখন অনেকেই তাদের চেনে না। ববিতা, শাবানা, রাজ্জাক, নাদিম এদের ছবিও দেখা হতো।’

এ বিষয়ে দেশীয় চলচ্চিত্র নির্মাতা ও তারকারা ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করছেন। কারো মতে দেশে হিন্দি চলচ্চিত্র আসা উচিত। এতে করে সিনেমাহল গুলোতে দর্শকদের উপস্থিতি বাড়বে। আবার কারো কারো মতে, বাংলাদেশে হিন্দি চলচ্চিত্র এলে পরিনাম হবে ভয়াবহ! তবে এসব তর্ক বিতর্কের মাঝেই এবার দেশে

এদিকে বাংলাদেশে পাঠান মুক্তির প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।  চলচ্চিত্র পরিচালক সমিতির পর এবার শিল্পী সমিতিও হিন্দি চলচ্চিত্র আমদানিতে সম্মতি প্রকাশ করেছে। এর আগে শিল্পী সমিতির পক্ষ থেকে নিপুণ বলেছেন, তিনি ও শিল্পী সমিতি হিন্দি সিনেমা আমদানির পক্ষে। শিল্পী সমিতির পক্ষ থেকে এমন একটি সিদ্ধান্ত প্রাথমিকভাবে নেওয়া হয়েছে। হিন্দি ছবি মুক্তিতে শিল্পী সমিতির আপত্তি নেই, তবে একটা শর্ত রয়েছে। তারা এই ছবি থেকে আয়ের ১০ ভাগ চায়। এদিকে শিল্পী সমিতির সাবেক সাধারন সম্পাদক জায়েদ মনে করেন, হিন্দি ছবি আমদানির ফলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে।

Leave A Reply

Your email address will not be published.