ভারতের জাতীয় নির্বাচনকে ঘিরে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তান বিরোধীতাই ভারতীয় রাজনীতির মূল ভিত্তি দাবি করে ইমরান বলেন, ভারতের জাতীয় নির্বাচন ঘনিয়ে এসেছে। সেখানে পাকিস্তান বিরোধিতাই রাজনীতির মূল ইস্যু। এটিকে এখন তারা আবার উসকাতে চাইবে। আমরা এ বিষয়ে পূর্ণ সজাগ রয়েছি। ভারতের যে কোনো ধরণের অপতৎরতা রুখে দিতে আমরা তৈরি আছি।
ইমরান খান বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেটিং তলানীতে গিয়েছে। দেশে তার কোনো জনপ্রিয়তা নেই। তাই আমাদের সতর্ক থাকতে হবে।
পত্রিকার সম্পাদকদের সঙ্গে এ বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশের অভ্যন্তরীণ নানান বিষয়ে খোলামেলা কথা বলেন।