কোলাহল থেকে বহুদূরে। ক্রুজে বসে তারকা জুটি। দীর্ঘদিন পর একান্তে সময় কাটাচ্ছেন দীপিকা-রণবীর। ব্যস্ততা কাটিয়ে মেজাজ একেবারে ফুরফুরে। এমন রোমান্টিক মুহূর্তের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন রণবীর।
শুধু একসঙ্গে সময় কাটানোই নয়। পোশাকের রঙ মিলান্তিও নজরকাড়া। সাদা টি শার্ট, কালো শর্টসে ক্যাজুয়াল লুক দীপিকার। অন্যদিকে স্ত্রীর সঙ্গে ম্যাচিং করেই পোশাক বেছেছেন রণবীর। দীপিকাকে ‘মিষ্টি’ বলেও সম্মোধন করেছেন তিনি।
দীর্ঘদিন পর জনপ্রিয় তারকা দম্পতিকে একসঙ্গে দেখে বেজায় খুশি অনুরাগীরা। সম্প্রতি তাঁদের বিচ্ছেদের গুঞ্জন রটেছিল বি টাউনে। কাজের ব্যস্ততার কারণে একসঙ্গে থাকতেন না তাঁরা। যা থেকেই বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনা আগেই উড়িয়েছেন রণবীর। আবারও দীপিকার সঙ্গে ছবি পোস্ট করে, তাঁদের সুসম্পর্কের ইঙ্গিত দিলেন।