ইউক্রেনে যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শেষমেষ বিষয়টি কূটনৈতিক সমাধানের দিকেই গড়াতে যাচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর করে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আতিথেয়তা নেওয়ার একদিন পরই যুদ্ধের অবসান চান বলে মন্তব্য করলেন ভ্লাদিমির পুতিন। জেলেনস্কির এ সফরকালে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অবাধ সহযোগিতা করবে বলে জানিয়েছে।
পুতিন বলেছেন, ‘সামরিক সংঘাতের চাকা ঘুরানোই আমাদের লক্ষ্য নয়, বরং এ যুদ্ধ আমরা থামাতে চাই। এর অবসান চাই আমরা, এবং অবশ্যই যত তাড়াতাড়ি তা সম্ভব হয়।’
পুতিন আরও বলেন, ‘সব সংঘাতই একদিন শেষ হয়, একটি নাহলে আরেকটি উপায়ে, আলোচনার মাধ্যমে। আমাদের প্রতিপক্ষ (কিয়েভ) যত দ্রুত তা বুঝবে, ততই ভালো হবে।’