The news is by your side.

দেশকে রক্ষা করতে হলে এই সরকারকে বিদায় করতে হবে : মোশাররফ

0 221

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ধ্বংস হয়ে গেছে। এর থেকে দেশকে রক্ষা করতে হলে যারা ১৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে, ভোট ডাকাতি করে গায়ের জোরে ক্ষমতায় রয়েছে, তাদেরকে বিদায় করতে হবে।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিলে’ তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, এ সরকার ক্ষমতা টিকে থাকাতে ৬ শতাধিক নেতাকর্মীকে গুম করেছে। সহস্রাধিক নেতাকর্মীদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। আমাদের কণ্ঠ রোধ করার জন্য লক্ষাধিক মামলা দেওয়া হয়েছে। প্রায় ৩৭ লাখ নেতাকর্মীদের মামলার আসামি করা হয়েছে।

ডিইউজের সভাপতি এম আব্দুল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, কবি আব্দুল হাই সিকদার, কাদের গনি চৌধুরী, শহিদুল ইসলাম প্রমুখ।

 

Leave A Reply

Your email address will not be published.