The news is by your side.

দেবের নতুন আবিষ্কার সৃজলা দত্ত, ‘বাঘা যতীন’ ছবিতে ইন্দুবালার চরিত্রে দেখা যাবে নায়িকাকে  

0 106

টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব অভিনীত ‘প্রজাপতি’ ছবিটি বক্সঅফিসে দারুন হিট হয়েছে। বিতর্ককে পিছনে ফেলে দর্শকদের মন জয় করে নিয়েছে ছবিটি। এই ছবির সাফল্যের পর দেব নতুন ছবি নিয়ে ভাবছে। তাঁর আসন্ন ছবির নাম ‘বাঘা যতীন’। ছবিটি বিপ্লবী বাঘা যতীনের জীবনী নির্ভর। ছবির কাস্টিং হয়ে গিয়েছে। সামনে এসেছে ছবির নায়িকা। ছবিতে থাকছে একেবারে নতুন এক মুখ । কে এই সুন্দরী? চলুন জেনে নিন।

‘বাঘা যতীন’ ছবিতে দেখা যাবে সম্পূর্ণ নতুন মুখ। নায়িকার চরিত্রের জন্য দীর্ঘদিন ধরে এক মেয়ের খোঁজ চালাচ্ছিল দেবের নিজস্ব প্রোডাকসন হাউস। এই ছবির জন্য কলকাতার সমস্ত বড় বড় কলেজে অডিশনের আয়োজন করা হয়েছিল। এই অডিশন থেকে ‘বাঘা যতীন’ ছবির জন্য এক নতুন মুখ পাওয়া গিয়েছে। সম্প্রতি এই মেয়ের ছবি ও পরিচয় প্রকাশ্যে আসলো।

দেবের প্রোডাকসন হাউসের মধ্যে দিয়েই প্রথম ছবিতে কাজ করতে চলেছেন এই মেয়ে। যাঁর নাম । সোদপুরের গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী সৃজলা। এর আগে তিনি কোনো ছবিতে কাজ করেননি এবং এমন সুযোগ পাবেন তাও ভাবেননি। দু-তিন রাউন্ডের অডিশন এবং প্রায় ৯ হাজার মানুষকে পেরিয়ে এই সুযোগ পান তিনি। এ নিয়ে সৃজলা খুবই উচ্ছাসিত।

‘বাঘাযতীন’ ছবিটি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের ব্যানারে নির্মিত হচ্ছে এবং পরিচালনা করছেন অরুণ রায় । ছবির মুখ্য চরিত্র যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে দেবকে। অন্যদিকে যতীন্দ্রনাথের স্ত্রী ইন্দুবালার চরিত্রে অভিনয় করবেন সৃজলা দত্ত। ছবির প্রথম লুক প্রকাশ্যে আসার পর তা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। ‘প্রজাপতির’ পর এই ছবিটি দেবের আরেকটি সুপারহিট ছবি হতে পারে বলে অনেকে মনে করছেন। সাথে সাথে টলিউড পাবে এক নতুন নায়িকা।

Leave A Reply

Your email address will not be published.