The news is by your side.

দুর্নীতিতে শীর্ষে  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঘুষে পাসপোর্ট: টিআইবি

0 161

 

২০২১ সালে দেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত সেবা খাত হলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। ঘুষ নেওয়ার দিক থেকে শীর্ষে পাসপোর্ট। আর সার্বিকভাবে দুর্নীতিগ্রস্ত শীর্ষ তিন খাত হলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট ও বিআরটিএ।

বৃহস্পতিবার সকালে, রাজধানীর মাইডাস সেন্টারে সেবা খাতে দুর্নীতি নিয়ে জাতীয় খানা জরিপ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এমন তথ্য দিয়েছে টিআইবি।

সেবা খাত নিয়ে এক জরিপের সার্বিক পর্যবেক্ষণে এই কথা বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত সময়ে সেবার ওপর এই জরিপ চালানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল।

দুর্নীতির নানা চিত্র তুলে ধরে বক্তারা বলেন, ২০১৭ সালের প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ ১০ হাজার ৬৮৮ কোটি টাকা। যা ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেটের (সংশোধিত) ৩.৪ % এবং বাংলাদেশের জিডিপি’র ০.৫%। অনুষ্ঠানে টিআইবি চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, দুর্নীতি কমাতে রাজনৈতিক সদিচ্ছা না থাকলে ঘুষ ও দুর্নীতি বাড়ে।

Leave A Reply

Your email address will not be published.