The news is by your side.

তৃতীয়বার সাধারণ সম্পাদক হয়েছি, দায়িত্ব আরও বেড়ে গেলো: ওবায়দুল কাদের

0 145

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা পরবর্তীতে তিনবার দলের সাধারণ সম্পাদক হয়েছি, আরও দায়িত্ব বেড়ে গেল।

রোববার সকালে দলটির নবনির্বাচিত কমিটির সদস্যরা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কাউন্সিলরদের চোখের ভাষা, মনের ভাষা শেখ হাসিনা বোঝেন। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই সম্মেলনের নেতৃত্ব নির্বাচিত করেছি। পুরনোরা বেশিরভাগই পুনরায় নির্বাচিত হয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগে অপরিহার্য উল্লেখ করে কাদের বলেন, শেখ হাসিনার কোনও বিকল্প নেই। আওয়ামী লীগে ১০ জনেরও বেশি প্রার্থী আছেন, যারা সাধারণ সম্পাদক হতে পারেন। আগামী নির্বাচন, বিশ্ব পরিস্থিতি সামনে রেখে আমাদের দেশেও সংকট আছে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর আন্দোলন- এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে নানা চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগের নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি।

তিনি বলেন, শেখ হাসিনা ৪১ বছর আওয়ামী লীগের সভাপতি। এটা সারা বিশ্বের রেকর্ড। সাধারণ সম্পাদকের পদে ৩-৪ বার, এটা কোনো বিষয় না। আরও দায়িত্ব বেড়ে গেল। নেত্রী-অভিভাবক শেখ হাসিনার কাছে আমার ঋণ আরও বেড়ে গেল।

Leave A Reply

Your email address will not be published.