The news is by your side.

তিয়ানগং মহাকাশ স্টেশনে তিন মহাকাশচারী পাঠিয়েছে চীন

0 138

চীনা মহাকাশচারীরা বুধবার  তিয়ানগং মহাকাশ কেন্দ্রে পৌঁছেছেন। সেখানে তারা দেশের প্রথম ক্রুদের কক্ষপথে স্থানান্তর সম্পন্ন করে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানায় আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রশাসনের (সিএমএসএ) উদ্ধৃতি দিয়ে সিনহুয়া পরিবেশিত খবরে জানানো হয়, তিনজন মহাকাশচারী চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গোবি মরুভূমির জিউকুয়ান লঞ্চ সেন্টার থেকে ‘লং মার্চ-২এফ’ রকেটে করে স্থানীয় সময় রাত ১১টা ০৮ মিনিটে যাত্রা শুরু করেন।

সিনহুয়া জানায়, প্রবীণ মহাকাশচারী ফেই জুনলং ও প্রথমবারের সঙ্গী নভোচারী ডেং কিংমিং ও ঝাং লুকে বহনকারী রকেটটি বুধবার সকালে মহাকাশ স্টেশনের সঙ্গে সফলভাবে ডক করেছে। এরপর তারা জুনের শুরু থেকে তিয়ানগং স্পেস সেন্টারে থাকা আরও তিনজন নভোচারীর সঙ্গে যোগ দেন।

৫৭ বছর বয়সী ফেই ১৭ বছর পর মহাকাশে ফিরছেন। তিনি ২০০৫ সালে ‘শেনঝুউ-৬’ মিশনের নেতৃত্ব দিয়েছিলেন।

সিএমএসএ মুখপাত্র জি কিমিং জানান, এ মিশনের প্রধান কাজগুলো ছিল প্রথমবারের মতো কক্ষপথে ক্রুদের সরবরাহ করা, স্পেস স্টেশনের ভিতরে ও বাইরে যন্ত্র বিভিন্ন সুবিধাগুলো ইন্সটল করা এবং বৈজ্ঞানিক পরীক্ষা চালানো।

তিয়ানগং স্পেস সেন্টার বেইজিংয়ের উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচির মুকুট রত্ন।

Leave A Reply

Your email address will not be published.