The news is by your side.

তাহসান-সৃজিতের পর, এবার দেবালয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন মিথিলা

0 275

টলিপাড়ায় নতুন প্রেমের গুঞ্জন। নতুন সম্পর্কে জড়িয়েছেন দেবালয় ভট্টাচার্য এবং রফিয়াদ রশিদ মিথিলা।

লাইট, ক্যামেরা,অ্যাকশন। তিনটে শব্দ যেমন অভিনেতাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, তেমনই বিতর্ক, গুঞ্জন শব্দগুলোও যেন পিছু ছাড়ে না। আপাতত রফিয়াদ রশিদ মিথিলাকে ঘিরে নতুন গুঞ্জনে সরগরম টলিপাড়া।

দেবালয় ভট্টাচার্য । তাঁর সঙ্গে প্রেম  নাকি মিথিলার ব্যক্তিগত জীবনে ঝড় তুলেছে? দেবালয়ের জবাব, “আমি আমার বৌ, বাচ্চাকে নিয়ে পাহাড়ে বেড়াতে এসেছি। ব্যক্তিগত জীবনে আমি খুবই খুশি। এই বিষয়টা এ বার সত্যিই হাস্যকর জায়গায় চলে গিয়েছে। পুরোটা সৃজিতও জানে।”

দেবালয়ের দাবি, “আমার সঙ্গে সৃজিতের কথা হয়েছে। আমরা মজা করে ছবিও তুলেছি।” তার পরেই সংযোজন, “কারও সঙ্গে যদি কারও কিছু থাকে, তা হলে সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। তা নিয়ে চর্চা হবে কেন? আমি তো বুঝতেই পারছি না। আমার আর মিথিলার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে ‘মন্টু পাইলট ২’-এর সেটে। আমরা যে ধরনের মানুষ, আমার বা মিথিলার এই সমস্ত কথায় কিছু যায় আসে না ।”

Leave A Reply

Your email address will not be published.