ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার দুপুরে হামলার ঘটনার পর বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. আলমগীর।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে ইসির ৫৮তম বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
জ্যেষ্ঠ সচিব আলমগীর বলেন, “প্রচারে হামলার বিষয়ে কমিশনের কাছে বিএনপি অভিযোগ করেছে। কমিশন বিষয়টি শুনেছে এবং তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্যে রিটার্নিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
এর আগে, মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে তাবিথ আউয়ালের নির্বাচনি প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া যায়। বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল অভিযোগ করেন, ‘আমরা গাবতলী এলাকায় প্রচারণা চালাচ্ছিলাম। সকাল সোয়া ১১টার দিকে ইট–পাটকেল নিক্ষেপ শুরু হয়। আমার শরীরেও ইট এসে পড়ে।’ ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মুজিব সরোয়ার মাসুমের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন তাবিথ। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে কল্যাণপুর এলাকায় গণসংযোগ শুরু করেন তিনি।
দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপি’র একটি প্রতিনিধি দল ইসি’র সঙ্গে বৈঠক করতে গেলে তারা তাবিথের ওপর হামলা বিষয়ে অভিযোগ জানান ইসি’কে। এর পরিপ্রেক্ষিতে ইসি ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে।