The news is by your side.

ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে মহেশ ভাটের  ‘সড়ক ২’

0 623

 

 

করোনাকালীন সময়! সিনেমা হলে গিয়ে ছবি দেখার মতো মানসিকতা নেই বেশিরভাগ দর্শকেরই। তাই সিনেমা মুক্তিরক্ষেত্রে ঝুঁকি নিতে চাচ্ছেন না নির্মাতারা। সে পথেই হাঁটল মহেশ ভাটের ‘সড়ক ২’। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ছবির প্রযোজক মুকেশ ভাট জানিয়ে দিলেন, ‘সড়ক ২’ মুক্তি হবে ডিজিটাল প্ল্যাটফর্মেই।

ওটিটি অর্থাৎ ওভার দ্য টপ প্ল্যাটফর্মেই মুক্তি পাবে ‘সড়ক ২’। মুকেশ ভাট বলেছেন, ‘করোনাভাইরাস যেভাবে দিন দিন বাড়ছে তাতে আপনাদের মনে হয় সিনেমা হল খুলবে? সড়ক ২ হলে মুক্তি পেলে কেউ যাবেন? মানুষকে পরিবার বাঁচাতে হবে। এখন জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

ডিজনি ও হটস্টার, যাকে সোজাসুজি হটস্টার বলা হয়, সেখানে মুক্তি পাবে সড়ক ২। ছবিটি প্রযোজনা করেছে ফক্স স্টার স্টুডিওজ ও বিশেষ ফিল্মস। এটি মহেশের ১৯৯১ সালে মুক্তি পাওয়া রোম্যান্টিক থ্রিলার সড়ক-এর সিকোয়েল। এতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, পূজা ভাট, আদিত্য রায় কাপুর ও আলিয়া ভাট। এর হাত ধরে ২১ বছর পর পরিচালনায় ফিরবেন মহেশ ভাট।

Leave A Reply

Your email address will not be published.