The news is by your side.

টাইগারের সঙ্গে ডেট এবং প্রভাসকে বিয়ে করতে চান কৃতি

0 116

বলিউডের বর্তমান সময়ের অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি মুক্তি পেয়েছে কৃতি ও বরুণ অভিনীত সিনেমা ‘ভেড়িয়া’। এ ছবির প্রচারণায় গিয়েই প্রভাসকে নিয়ে নিজের প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করলেন এ অভিনেত্রী। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও।

এর আগে গুঞ্জন উঠেছিল, দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে প্রেম করছেন কৃতি। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত কেউই মুখ খোলেননি তারা। তবে সেই প্রেমের গুঞ্জনে ফের আগুনে ঘি ঢেলেছেন কৃতি নিজেই। ওই ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে কথা বলার এক পর্যায় কৃতি বলেন- আমি যদি কখনো সুযোগ পাই, তাহলে প্রভাসকেই বিয়ে করব।

গত বছর এক সাক্ষাৎকারে কাছে কৃতির কাছে জানতে চাওয়া হয়েছিল— প্রভাস, কার্তিক আরিয়ান এবং টাইগার শ্রফের মধ্যে তিনি কার সঙ্গে ফ্লার্ট, ডেট ও কাকে বিয়ে করতে চান? এমন প্রশ্নের জবাবে কৃতি তখন বলেছিলেন, কার্তিকের সঙ্গে ফ্লার্ট, টাইগারের সঙ্গে ডেট এবং প্রভাসকে বিয়ে করতে চান ‘হিরোপান্তি’ খ্যাত এ অভিনেত্রী।

উল্লেখ্য, ‘আদিপুরুষ’ সিনেমায় প্রভাসের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন কৃতি। রামায়ণের গল্পে ছবিটি নির্মাণ করছেন ওম রাউত। সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস ও সীতার চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে।

 

 

Leave A Reply

Your email address will not be published.