মাঝে বেশকিছু দিন টলিউড থেকে বলিউড, দুই বিনোদন দুনিয়ারই বাজার কিছুটা খারাপ যাচ্ছিল। তবে আবারও ঘুরে দাঁড়িয়েছে বাংলা বিনোদন দুনিয়া। নতুন গল্প এবং সর্বোপরি নতুন ছবির হাত ধরে আবারও মাথাচাড়া দিচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি। নতুন নায়িকার আগমন ঘটছে বাংলা চলচ্চিত্রে। হিন্দি বিনোদন দুনিয়া কাঁপিয়ে আবার বাংলায় ডেবিউ করতে চলেছেন ‘নাগিন’ অর্থাৎ বঙ্গ তনয়া মৌনি রায়। বলিউডের ‘গোল্ড’, ‘ব্রহ্মাস্ত্র’র পর এবার টলিউডে নিজের অভিনয় দক্ষতা দেখাতে চলেছেন অভিনেত্রী মৌনি রায়।
জানা গিয়েছে, টলি অভিনেতা অঙ্কুশ হাজরার পরবর্তী চলচ্চিত্র ‘মির্জা’তে এক বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মৌনি রায়কে। বাংলার মেয়ে হলেও, এর আগে বাংলায় অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। তবে এবার অঙ্কুশ অভিনীত এই চলচ্চিত্রে একটি বিশেষ গানে দেখা যাবে এই অভিনেত্রীকে। যদিও এই বিষয়ে এখনও কেউ মুখ খলেননি।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘মির্জা’ চলচ্চিত্রের পোস্টার। আর তা থেকেই জানা গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ইদেই মুক্তি পেতে চলেছে এই চলচ্চিত্র। তবে নায়িকার চরিত্রে কাকে দেখা যাবে, তা এখনও জানা যায়নি।
একদিকে যেমন এই চলচ্চিত্রে মৌনি রায়ের উপস্থিতির কথা কানাঘুষো শোনা যাচ্ছে, তেমনই অন্যদিকে আরও একটি খবর প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, একাধিক ওয়েব সিরিজে অভিনয়কারী অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে দেখা যাবে এই চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে।
হিন্দি টেলিভিশনে ধারাবাহিক ‘নাগিন’এ মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল মৌনি রায়কে, যা দর্শকমহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। সম্প্রতি তাঁকে রণবীর আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ চলচ্চিত্রে খলনায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। আবার শোনা গিয়েছে, নতুন বছরের জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে ডান্স বাংলা ডান্সের নতুন সিজন। এই সিজনে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি দেখা যাবে মৌনি রায়কেও।