The news is by your side.

চীনকে করোনার সঠিক তথ্য দিতে বলল ডব্লিউএইচও

0 103

বিশ্বের অন্য দেশ যাতে পরিস্থিতি বুঝে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে, সেজন্য চীনকে করোনার বাস্তব পরিস্থিতি ও সঠিক তথ্য দিতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সম্প্রতি নতুন করে সংক্রমণ বাড়লেও তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে দেশটি। এরই পরিপ্রেক্ষিতে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানায় জাতিসংঘের সংস্থাটি।

শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলছেন, বর্তমান করোনার আসল পরিস্থিতি বুঝতে অবিলম্বে চীন থেকে সঠিক তথ্য পাওয়া জরুরি। ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭ সংক্রমণে রোগের মধ্যে কী বৈচিত্র্য এসেছে, উপসর্গ কেমন, কত জনকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, টিকা দেয়ার পরিসংখ্যান, এ ধরনের তথ্য বিস্তারিতভাবে জানা দরকার।

সংস্থাটি বলেছে, লকডাউন নীতি তুলে নেওয়ার পরে চীনে ব্যাপক সংক্রমণ ও মৃত্যু হলেও সরকারি তথ্যে সেসব পরিস্থিতি উঠে আসছে না। সম্প্রতি ব্যাপক আক্রান্ত ও মৃত্যুর তথ্য বেরিয়েছে বিভিন্ন পর্যবেক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানের হিসাবে।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বেইজিংকে মহামারি পরিস্থিতির বিষয়ে আরও তথ্য দেওয়ার আহ্বান জানানোর পর তারা আলোচনায় বসে।

চীনের জাতীয় স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ-সংক্রান্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা ওই বৈঠকে চীনে বাড়তে থাকা করোনা পরিস্থিতি ও টিকাদান, চিকিৎসা ইত্যাদি বিষয়ে ডব্লিউএইচওকে জানিয়েছেন। সভায় উচ্চ ঝুঁকিতে থাকা মানুষের জন্য গুরুতর রোগ ও প্রাণহানি থেকে রক্ষায় টিকা ও বুস্টার টিকার ওপর জোর দিয়েছেন ডব্লিউএইচওর কর্মকর্তারা।

সম্প্রতি দীর্ঘ লকডাউন প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে জোরালো বিক্ষোভের পর শূন্য-কভিডনীতি থেকে সরে আসে চীন। এতে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু।

Leave A Reply

Your email address will not be published.