The news is by your side.

চলে গেলেন জনপ্রিয় অভিনেতা টম সাইজমোর

0 51

অভিনেতা টম সাইজমোর মারা গেছেন। ‘সেভিং প্রাইভেট রায়ান’ খ্যাত অভিনেতা নব্বইয়ের দশকের জনপ্রিয় একজন তারকা ছিলেন। শুক্রবার ৬১ বছর বয়সে মারা গেছেন তিনি।

১৮ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে ব্রেন অ্যানিউরিজমে আক্রান্ত হন টম। গত দুই সপ্তাহ ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। ৩ মার্চ ক্যালিফোর্নিয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন অভিনেতা। জানা গেছে, ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে তারকার। অভিনেতার মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর ম্যানেজার চার্লস ল্যাগো।

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা টম সাইজমোর। ‘ন্যাচরাল বর্ন কিলার্স’, ‘সেভিং প্রাইভেট রায়ান’ ‘হিট’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন টম। অভিনয়ে দারুণ খ্যাতির পাশাপাশি জড়িয়ে পড়েন একের পর এক বিতর্কে। পরবর্তী কালে দাম্পত্য জীবনের কলহ, যৌন হেনস্থা, অতিরিক্ত মাদক সেবনের মতো একাধিক অভিযোগে অভিযুক্ত হন তিনি। এসব বিতর্কের প্রভাব পড়ে তাঁর অভিনয় জীবনেও। ধীরে ধীরে অভিনয় জগত থেকে ছিটকে যান টম। আর্থিকভাবেও করুণ  পরিস্থিতিতে পড়েন। মাদক সেবনের অভিযোগে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত কারাবন্দিও ছিলেন তিনি।

ব্যক্তি জীবনে অভিনেত্রী এবং টেনিস খেলোয়াড় মায়েভ কুইনলানকে বিয়ে করেন টম। তবে ১৯৯৭ সালে মায়েভ কুইনলানকে লাঞ্ছিত ও শারীরিক অত্যাচার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। দুই বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

নব্বইয়ের দশকের পর তারকাখ্যাতি হারালেও সাম্প্রতিক সময়ে তাকে নেটফ্লিক্স হিট ‘কোবরা কাই’-এ অতিথি চরিত্রে এবং ২০১৭ সালে ডেভিড লিঞ্চের কাল্ট টিভি শো ‘টুইন পিকস’-এর নতুন সংস্করনে দেখা গেছে।

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.