রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়ার কার্চ ব্রিজে হামলার জন্য ফের ইউক্রেনকে দায়ী করেছেন।
রাশিয়ার জ্বালানি সপ্তাহের আন্তর্জাতিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন।
শনিবার ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল ক্রিমিয়ার কার্চ ব্রিজে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে ব্রিজটির অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়। হামলার জন্য পুতিন সরাসরি ইউক্রেনকে দায়ী করে সোমবার দেশটিতে ব্যাপক হামলা চালান। তবে ইউক্রেন ব্রিজে হামলার বিষয়টি অস্বীকার করেছে।
বুধবার পুতিন ক্রিমিয়ার ব্রিজ ছাড়াও নর্ড স্ট্রিম-১ পাইপলাইনে লিক নিয়ে কথা বলেন। এই ঘটনাকে তিনি ‘আন্তর্জাতিক সন্ত্রাস’ বলে অভিহিত করেন।
পুতিন বলেন- এতে কোনো সন্দেহ নেই যে, এটা আন্তর্জাতিক সন্ত্রাসমূলক কার্যক্রম। সমগ্র মহাদেশের জ্বালানি নিরাপত্তা নষ্ট করতে এমন কাজ করা হয়েছে।
রুশ প্রেসিডেন্ট বলেন, পাইপলাইনে নাশকতার পেছনের হিসাব খুবই নিষ্ঠুর। কম মূল্যের জ্বালানি উৎস ধ্বংস করে লাখ লাখ মানুষকে ভোগানো। এটাকে ‘সর্বোচ্চ ভয়াবহ উদাহরণ’ হিসেবে মন্তব্য করেন তিনি।