The news is by your side.

ক্যামেরার সামনে রশ্মি দেশাই এর পোশাক পরিবর্তন ভিডিও ভাইরাল

0 135

টেলিভিশনের জনপ্রিয মুখ রশ্মি দেশাই তিনি শুধুই টেলিভিশনই নয সোশ্যাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় মুখও বটে ৷ প্রায় প্রতিদিনই অভিনেত্রীর কোনও না কোনও অবতার রীতিমত ভাললাগার জায়গা তৈরি করে ৷ এরই মধ্যে রশ্মি দেশাইয়ের সুপার হট ছবি ইনস্টাগ্রামে ঝড় তুলেছে ৷

বোল্ড লুকে সবার ঘুম কেড়েছেন রশ্মি দেশাই ৷ ইনস্টাগ্রামে ফের নিজের বোল্ড ভিডিওতে কাঁপাচ্ছেন রশ্মি ৷

ক্যামেরার সামনে পোশাক পরিবর্তন করছেন রশ্মি, সেই ভিডিওই দুর্বার গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

নিজের অভিনয়ের দক্ষতায় আগে থেকেই রশ্মি দর্শকদের মন জয় করেছেন তিনি ৷ প্রতিটি বাড়ির ড্রয়িং রুম থেকে সরাসরি মনের মধ্যে জায়গা করে নিয়েছেন নিজস্বতা দিয়ে ৷

লেটেস্ট ভিডিওতেও রশ্মি দেশাই সবার মন জয় করেছেন ৷ এই ভিডিওতে সাদা রঙের পোশাকে ভক্তদের মন জয় করেছেন রশ্মি ৷ এরপরেই দেখতে পাওয়া গিয়েছে তিনি পোশাক পরিবর্তন করতে গিয়েছেন যখন তখন ক্যামেরা অন ছিল ৷

রশ্মি দেশাই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় তাঁর অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যাই প্রমাণ করে ৷

 

Leave A Reply

Your email address will not be published.