The news is by your side.

কে “সরি” বলবে শাবনুর না সামিরা?

0 743

 

 

 

নন্দিত চিত্রনায়ক সালমান শাহ হত্যা করেছেন নাকি তাকে খুন করা হয়েছে এ প্রশ্নের উত্তর না মিললেও পিবিআইয়ের রিপোর্ট প্রকাশের পর পরস্পর কাদা ছোড়াছুড়িতে জড়িয়ে পড়েছেন সালমান শার স্ত্রী সামিরা ও সালমানশাহ সহকর্মী চিত্রনায়িকা শাবনূর।

পিবিআই রিপোর্টের সঙ্গে সুর মিলিয়ে সামিরা সালমান শাহ’ র আত্মহত্যার জন্য শাবনূরকে দায়ী করছেন।দায়ী করেই ক্ষান্ত হননি, গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে শাবনূরকে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য বলেছেন। পিবিআই ও সামিরার দাবি প্রত্যাখ্যান করে উল্টো শাবনুর সামিরাকে তার কাছে ক্ষমা চাইতে বলেছেন।

কে কাকে সরি বলবেন? কেন বলবেন?

সামিরা বলছেন, শাবনূরের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্কের কারণেই সালমান শাহ আত্মহত্যাকরেছেন। অপরদিকে শাবনুর সামিরার এ দাবি প্রত্যাখ্যান করে বলছেন, সালমান শাহ যদি তাকে ভালোই বাসতেন তাহলে আত্মহত্যা করবে কেন?

সামিরা বলেছেন, ‘শাবনূরকে তাঁর কৃতকর্মের জন্য সরি বলতে হবে। সেটা এখন হোক কিংবা পরে, এই জীবনে কিংবা শেষ বিচারের দিনে।’

এমন কথা শোনার পর ক্ষিপ্ত শাবনূর বললেন, ‘আমি কেন সরি বলতে যাব। আমি কী করেছি যে সামিরা এ ধরনের কথা বলবে! এতটা ঔদ্ধত্যপূর্ণ কথা সামিরা কোনোভাবেই বলতে পারে না। এ ধরনের কথা বলার জন্য সামিরাকেই সরি বলতে হবে, মাফ চাইতে হবে।’

অস্ট্রেলিয়া থেকে ঢাকার একটি দৈনিককের সঙ্গে আলাপে  বুধবার দুপুরে প্রচণ্ড ক্ষোভ নিয়ে কথাগুলো বললেন

শাবনূর।শাবনূর বলেন, ‘সালমানের সঙ্গে আমি কী করেছি, তার প্রমাণ দিতে হবে। সামিরা খুব ভালো বন্ধু আমার। তাকে নিয়ে এমন কথা বলতে চাইনি। সে কোথায় পেল, সালমান আমাকে বিয়ে করতে চেয়েছে? মৃত মানুষকে নিয়ে এ ধরনের কথা বলায় আমি অবাক হচ্ছি।’

১৯৯৬ সালে কিছু পত্রপত্রিকায় শাবনূরকে বিয়ে করতে যাচ্ছেন সালমান বলে খবর বেরোয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, সংবাদ সম্মেলন করে সালমানকে ঘোষণা দিতে হয়, সামিরা তাঁর স্ত্রী। এমন কথাও বলেছেন সামিরা। কথাটি শোনার পর শাবনূর বলেন, ‘আমরা যখন কাজ শুরু করেছি, তখন তো অনেক কিছুই পত্রপত্রিকায় লেখা হয়েছে। পত্রিকায় কী লেখা হয়েছিল, তা আমার জানার বিষয় না, দেখারও বিষয় না। আমাকে ও সালমানকে জড়িয়ে স্ক্যান্ডাল অনেক ছড়ানো হয়েছে। কেউ কিন্তু কখনোই কোনো প্রমাণ দিতে পারেনি। সেসব স্ক্যান্ডাল সামনে এনে এখন সামিরা যদি আমাকে সরি বলতে বলে, আমিও দুঃখিত, সামিরাকে সরি বলতে পারছি না। অন্যায় না করে কেন সরি বলব। আমি বলতে চাই, সামিরার ধারণা পুরোটাই ভুল। এ ধরনের কথা বলার সাহস দেখানোর জন্য সামিরার উচিত আমাকে সরি বলা। আমার খুব জানার ইচ্ছা, সামিরার কাছে কি এ ধরনের কথার প্রমাণ আছে? যা বলেছে সেটার প্রমাণ দিক। আমি নিশ্চিত, একটা প্রমাণও দিতে পারবে না। কোনো দিন আমার সামনে এসেও বলতে পারবে না। শুধু মানুষের কানকথা শুনে এমন কথা বলাটা পছন্দ হলো না।’

শাবনূর বলেন, ‘সালমান যেদিন মারা যায়, সেদিন তো আমি বাসায় যাইনি। কথাও হয়নি। রাতে সালমানের সঙ্গে মোবাইলে কে কথা বলেছিল, সেটার প্রমাণ আগে দিক। সামিরা আমার সঙ্গে সরাসরি কথা বলে না কেন? ২৪ বছর চলছে, আজ পর্যন্ত একটিবারের জন্য আমাকে তো কিছু বলেনি। এখন এসব কথা কোথা থেকে আসছে! আমি কি অপরাধী যে সরি বলব! কী অদ্ভুত! পাছে লোকে যদি বলে, চিলে কান নিয়ে গেছে, আমি কি চিলের পেছনে দৌড়াব, নাকি হাত দিয়ে দেখব জায়গামতো কান আছে কি না। এ ধরনের কথা বলার জন্য সামিরার অবশ্যই আমাকে সরি বলা উচিত, মাফ চাওয়া উচিত।’

 

Leave A Reply

Your email address will not be published.