কানাডার কেন্দ্রীয় সাসক্যাচুয়ান প্রদেশে পৃথক ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার কানাডার সাসকাচোয়ান প্রদেশের দুটি এলাকার অন্তত ১৩টি জায়গায় দুই ব্যক্তি ছুরি হামলা চালালে এ ঘটনা ঘটে। হামলার পর বিপজ্জনক ব্যক্তিদের ধরতে ওই প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে। প্রতিবেশী আলবার্টা ও ম্যানিটোবায়ও প্রদেশেরও একই সতর্কতা জারি করা হয়।
এ ঘটনায় সন্দেহভাজন ডেমিয়েন স্যান্ডারসন এবং মাইলস স্যান্ডারসনকে খুঁজছে কানাডার পুলিশ।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হামলাকে ভয়ংকর ও হৃদয় বিদারক হিসেবে উল্লেখ করেছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, আমি তাদের কথা ভাবছি যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন।
রবিবার সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ জানিয়েছে, হামলায় আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। হামলার শিকার আহত ব্যক্তিদের যারা হাসপাতালে নিয়ে গেছেন তাদের কর্তৃপক্ষের সংঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।