The news is by your side.

কাতার বিশ্বকাপই আমার শেষ বিশ্বকাপ: মেসি

0 194

আর্জেন্টাইন সাংবাদিক সেবাস্তিয়ান ভিগ্নোলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন তারকা ফুটবলার। মেসি বলেন, ‘সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এটাই (কাতার বিশ্বকাপ) আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে।’ তবে ক্লাব ফুটবলে পিএসজি নাকি বার্সেলোনার হয়ে খেলবেন তা এখনও ঠিক করেননি আর্জেন্টিনার অধিনায়ক। ২০২৩ সালে ক্লাব ফুটবল নিয়ে সিদ্ধান্ত জানাবেন মেসি। ২০০৬ সালে জার্মানিতে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া মেসি এখনও পর্যন্ত খেলেছেন চারটি বিশ্বকাপ। কাতারে রেকর্ড পঞ্চম বিশ্বকাপে খেলতে নামবেন তিনি। ক্লাব পর্যায়ে দলীয় ও ব্যক্তিগত অসংখ্য অর্জন থাকলেও আন্তর্জাতিক মঞ্চে মেসির আক্ষেপ ছিল বহু বছরের। গত বছর তাঁর অপেক্ষার অবসান হয়। এটা জাতীয় দলের জার্সিতে মেসির প্রথম ট্রফি। এবার নিশ্চিতভাবেই তাঁর লক্ষ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মেসি বলেন, ‘আমি যা অর্জন করেছি সেটা নিয়ে ভাবি না। আমি সবসময় আরও কী হতে পারে তা নিয়ে ভাবি।’

বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। মেসি বলেন, ‘আর্জেন্টিনা ফেভারিট কিনা বলতে পারব না। তবে ইতিহাসে আর্জেন্টিনার জন্য সবসময় জায়গা থাকবে। আমরা হয়তো ফেভারিট নয়। শক্তির বিচারে অন্য অনেক দল রয়েছে যারা এগিয়ে। আমাদের দলটাও শক্তিশালী, কিন্তু বিশ্বকাপে যা কিছু ঘটতে পারে। সব ম্যাচই কঠিন। এটাই বিশ্বকাপকে এত বিশেষ করে তোলে। কারণ ফেভারিটরা সবসময় জিততে পারে না। যারা শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে টিকে থাকতে পারে তাঁরাই জয়লাভ করে।’ চলতি মরশুমে পিএসজি এবং আর্জেন্টিনা দুই দলের জার্সিতেই অপ্রতিরোধ্য মেসি। তাই এবারই বিশ্বকাপ জেতার সুবর্ণ তথা শেষ সুযোগ ফুটবলের রাজপুত্রের সামনে।

Leave A Reply

Your email address will not be published.