The news is by your side.

করোনায় আক্রান্ত জাহাঙ্গীর কবির নানক

0 637

 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব জানান, ‘গত বুধ ও বৃহস্পতিবার দুই দফা নমুনা পরীক্ষায় স্যারের করোনা শনাক্ত হয়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে বর্তমানে তিনি শারীরিকভাবে ভাল আছেন।’

তিনি আরও জানান, কোভিড পজিটিভ হওয়ায় বাসায় আলাদা কক্ষে অবস্থান করছেন। তাঁর কোনো ধরনের উপসর্গ নেই।

দ্রুত করোনা মুক্ত হতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পেশায় আইনজীবী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে। তিনি যুবলীগের সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্বপালন করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.