The news is by your side.

‘এ ভাবেও ফেরা যায়’: ৪ বছর পর শাহরুখ !

হাজার কোটির পথে শাহরুখের ‘পাঠান’

0 136

মুক্তির ৩ সপ্তাহেও বক্স অফিস কাঁপাচ্ছে শাহরুখের ছবি। ভেঙে গিয়েছে অতীতের একাধিক নজির। এ বার হাজার কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে বলিউডের এই সফল ছবি।

৪ বছর শাহরুখের কোনও ছবি মুক্তি পায়নি। স্বাভাবিক ভাবেই বড় পর্দায় শাহরুখকে দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁর অগণিত ভক্ত। রুপোলি পর্দায় প্রত্যাবর্তনে শাহরুখ দেখিয়ে দিয়েছেন, ‘এ ভাবেও ফেরা যায়।’

অথচ ৪ বছর আগে শাহরুখের কেরিয়ারে যেন ফ্লপের হিড়িক পড়ে গিয়েছিল। ২০১৮ সালে ক্যাটরিনা কইফ, অনুষ্ক শর্মার সঙ্গে শাহরুখকে দেখা গিয়েছিল ‘জিরো’ ছবিতে। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছবি। তার আগের বছর, অর্থাৎ ২০১৭ সালে শাহরুখের ‘জব হ্যারি মেট সেজ়ল’ও চলেনি। ওই বছর সুপারস্টারের আরও একটি ছবি ‘রইস’-এরও ভরাডুবি ঘটেছিল।

তবে ৪ বছর পর পর্দায় ফিরে সেই ফ্লপের খরা এক লহমায় কাটিয়েছেন শাহরুখ। ‘পাঠান’ ছবির শুরু থেকেই সিনেপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল। ছবি মুক্তির পর সেই উদ্দীপনা যে ক্রমশ বেড়েছে, তার প্রমাণ মিলেছে বক্স অফিসের রিপোর্টে।

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’। তৃতীয় সপ্তাহেও ছবির সাফল্যের ধারা অব্যাহত। মাত্র ১৬ দিনেই বিশ্ব জুড়ে শাহরুখের ছবি ব্যবসা করে ফেলেছে ৮৮৭ কোটি টাকার। আর কয়েক দিনের মধ্যেই এই অঙ্কটা হাজার ছুঁতে পারে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার পর্যন্ত যশরাজ ফিল্মসের এই ছবি শুধু দেশেই ব্যবসা করেছে ৪৫২.৯৫ কোটি টাকা। অচিরেই এই অঙ্কটা ৪৫৯ কোটি টাকা ছুঁতে পারে।

বিদেশে এখনও পর্যন্ত শাহরুখের ছবির ব্যবসার অঙ্ক ৩৩৩ কোটি টাকা। আগামী কয়েক দিনে এই অঙ্কটা আরও বাড়বে বলেই আশা করছেন বক্স অফিসের কারবারিরা।

দেশে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ -এর হিন্দি ছবি ব্যবসা করেছিল ৪৩৪.৭ কোটি টাকা। আর সেখানে শাহরুখের ‘পাঠান’ ইতিমধ্যেই দেশে ৪৫২.৯৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

বিদেশের বাজারের পাশাপাশি দেশের মাটিতেও ‘পাঠান’-এর সাফল্য নজরকাড়া। প্রথম ৮ দিনেই সলমন খানের সুপারহিট ছবি ‘টাইগার জ়িন্দা হ্যায়’কে ছাপিয়ে গিয়েছে এই ছবি।

দেশের বাজারে সলমন এবং ক্যাটরিনা কইফ অভিনীত ‘টাইগার জ়িন্দা হ্যায়’ মোট ৩৪০ কোটি টাকার ব্যবসা করেছিল। ৮ দিনেই সেই আয়কে টপকে গিয়েছে শাহরুখের ‘পাঠান’।প্রথম ৮ দিনে দেশের বক্স অফিসে মোট ৩৪৮ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখের ছবি।

আগামী সপ্তাহের শুরুতেই ‘ভ্যালেন্টাইন্স ডে’। প্রেম দিবসের সময় সিনেমা হলে বাড়তি ভিড়ের ছবি চোখে পড়ে। ৩ সপ্তাহ পরও হল কাঁপাচ্ছে শাহরুখের ছবি। ফলে প্রেম দিবসের সময় শাহরুখ ম্যানিয়ার জেরে ‘পাঠান’-এর ব্যবসার অঙ্ক আরও বাড়তে পারে।

মুক্তির পর বক্স অফিসে সে ভাবে কোনও প্রতিযোগিতার মুখে পড়তে হয়নি শাহরুখের ‘পাঠান’কে। গত কয়েক দিনে বলিপাড়ায় সে রকম কোনও উল্লেখযোগ্য ছবিও মুক্তি পায়নি, যা ‘পাঠান’কে টক্কর দিতে পারে। ফলে শাহরুখের ছবির সাফল্যের পথ মসৃণ থেকেছে।

 

Leave A Reply

Your email address will not be published.